স্পেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আগুনে এ বছর এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় ৩ লাখ ৭৩ হাজার হেক্টর জমি। যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। মাত্র ২৪ ঘণ্টায় দেশটির পশ্চিমাঞ্চলে নতুন করে পুড়ে গেছে প্রায় ৩০ হাজার হেক্টর বনভূমি।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামোরা ও লেয়ন প্রদেশ, গালিসিয়ার আওরেন্সে এবং এক্সট্রেমাদুরার কাসেরেস অঞ্চল। আগুনের কারণে হাজারো মানুষকে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। বন্ধ রয়েছে মাদ্রিদ থেকে গালিসিয়া পর্যন্ত প্রধান সড়ক ও রেল যোগাযোগ।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার জামোরা ও কাসেরেসের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এদিকে, দীর্ঘ ১৬ দিনের তীব্র তাপপ্রবাহ শেষে তাপমাত্রা কিছুটা কমায় ও আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রতিবেশী পর্তুগালেও দাবানল পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। এ বছর এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ১৬ হাজার হেক্টর জমি ভস্মীভূত হয়েছে। রবিবার অগ্নিনির্বাপণ কাজে এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া শুক্রবার গুয়ার্দা শহরের সাবেক মেয়র আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
বর্তমানে প্রায় ২ হাজার দমকলকর্মী দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। যার অর্ধেকই মোতায়েন রয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরবানিল শহর এলাকায়।
সূত্র: টিআরটি
বিডি প্রতিদিন/নাজমুল