গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারের দাবিতে তেল আবিবের মহাসড়ক অবরোধ করেছে ইসরায়েলি জনতা। এ্যালন নামের হাইওয়েতে বিক্ষোভ করে বন্দিদের পরিবার এবং মানবাধিকার কর্মীরা।
প্রতিবাদকারীরা কয়েক মিনিটের জন্য মহাসড়ক বন্ধ করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয় এবং সাতজন বিক্ষোভকারী ও একটি স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিককে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা করার হুমকি দেয়।
একই সময়ে জাতিসংঘ অনুমোদিত একটি জাহাজ ১২০০ টন খাদ্য সহায়তা নিয়ে গাজা উপত্যকার দিকে যাচ্ছে। জাতিসংঘের মানবিক অফিস জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী নিহত ৩৮৩ জন ত্রাণকর্মীর প্রায় অর্ধেকই গাজায় নিহত হয়েছেন। মধ্যস্থতাকারী দেশগুলো- মিসর ও কাতার, হামাসকে নতুন প্রস্তাব গ্রহণ করতে উৎসাহিত করেছে।
এই প্রস্তাব অনুযায়ী, হামাস ১০ জন জীবিত বন্দি ও কিছু মৃত জিম্মির দেহ মুক্ত করবে। বিনিময়ে ইসরায়েল গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে এবং প্রায়শই মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দির সংখ্যা বৃদ্ধি পাবে। পুরো চুক্তি নিয়ে পরে আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হামাস এই প্রস্তাবে সায় দিয়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। ইসরায়েল পশ্চিম তীরে অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। এরপর অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেন, সংলাপ এবং কূটনীতির সময়ে নেতানিয়াহু সরকার ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে নিঃসঙ্গ করছে এবং শান্তি ও দুই রাষ্ট্রের সমাধানের প্রচেষ্টাকে দুর্বল করছে। সূত্র: হারেৎজ, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ