রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরে বৈঠক নিয়ে আলোচনা চলছে। শিগগিরই দুই নেতা মুখোমুখি হতে পারেন বলে শোনা যাচ্ছে।
আর এই বৈঠকের জন্য সুইজারল্যান্ডকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মঙ্গলবার ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, এটি কেবল অনুমান নয় বরং এক সম্মিলিত ইচ্ছা… সম্ভবত সুইজারল্যান্ড। আমি জেনেভার পক্ষে যুক্তি দিচ্ছি। তিনি মনে করিয়ে দেন যে এর আগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল একাধিকবার তুরস্কের ইস্তানবুলে বৈঠকে বসেছিল।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে বৈঠকে যোগ দেন। সেখানে দ্বিপাক্ষিক আলোচনার পর একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক (পুতিন-জেলেনস্কি-ট্রাম্প) এবং পরবর্তী বহুপাক্ষিক আলোচনা আয়োজনের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন ম্যাক্রোঁ। তিনি স্পষ্ট করে বলেন, ইউরোপীয়দের টেবিলে থাকতে হবে।
তবে প্যারিসকে সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে বাতিল করেছেন তিনি। কারণ, ২০১৯ সালে ফ্রান্স ও জার্মানির সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের নেতারা ইতিমধ্যেই সেখানে আলোচনায় অংশ নিয়েছিলেন।
ম্যাক্রোঁ জানান, এই সংকট এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে ইউরোপীয় নেতারা একমত হয়েছেন। তবে এ নিশ্চয়তা ন্যাটো সদস্যপদ নয় বরং একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী গড়ে তোলার মাধ্যমে রাশিয়াকে প্রতিরোধ করার দিকে গুরুত্ব দেওয়া হবে।
সূত্র: টিআরটি
বিডি প্রতিদিন/নাজমুল