যশোরে গতকাল বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন ঝিনাইদহে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান এক কৃষক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির খবর-
যশোর : গতকাল সকালে সদর উপজেলার ইছালী কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম মিশকাত রহমান সুলতান (১২)। সে কামারগন্না গ্রামের রাসেল হোসেনের ছেলে। সুলতান ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সুলতানের বাবা রাসেল হোসেন জানান, ‘সকালে বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে স্থানীয় কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিল সুলতান। এ সময় বজ্রপাত হলে মাঠে লুটিয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ঝিনাইদহ : মহেশপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মহেশপুর উপজেলার ভাষণপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের বাসিন্দা।