চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেসে দেওয়া বক্তব্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, অফিসিয়াল সিক্রিটিসি অ্যাক্ট ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে দায়ের হওয়া খুলশী থানার মামলায় অমি দাশকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেসে দেওয়া বক্তব্য ফাঁসের অভিযোগে অমি দাশ নামে পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত ছিলেন। তাকে গ্রেপ্তারের পর রবিবার রাতে অফিসিয়াল সিক্রিটিসি অ্যাক্ট ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে খুলশী থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ