‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর আয়োজন করেছে। মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অভিযানের সূচনা করেন হবিগঞ্জ জেলার কমান্ড্যান্ট হোসনে আরা হাসি। প্রথমে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর আনসার ও ভিডিপি বহুমুখী ক্লাব সমিতিতে একটি ফলজ (লিচু ) চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৫-এর উদ্বোধন করেন।
পরে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রাস্তার উভয় পাশে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করেন এবং উপস্থিত সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের চারা বিতরণ করেন। হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় ৪০৫টি চারা রোপণ ও বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীববৈচিত্র্য রক্ষা পাবে। সবুজায়নের এই কার্যক্রমে আনসার ও ভিডিপি সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ।
বিডি প্রতিদিন/এমআই