গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে প্রায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে।পরবর্তীতে বাস তল্লাশী করে মনির (৫৫), ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুইজনের বাড়ি ঢাকায়।
আটককৃত আসামিদের ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল