নড়াইলে সড়ক দুর্ঘটনায় অপু বিশ্বাস (১৮) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে নড়াইল-মির্জাপুর সড়কের গোবরা বিলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস সদর উপজেলার গোবরা সাহা পাড়ার রাথুরাম বিশ্বাসের ছেলে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপু বিশ্বাসের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী অপু গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল