কুষ্টিয়ার দৌলতপুরে দুস্থদের ভাতার (ভিজিএফ) অনলাইন কার্ড ও চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আবদুল আজিজ (৩০) নামে এক বিএনপি কর্মী খুন হয়েছেন। উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জড়িত অভিযোগে পুলিশ রাতেই মাহাবুল মাস্টার (৫২) নামে দলীয় এক কর্মীকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, মথুরাপুর কলেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে পলাশের সঙ্গে আবদুল আজিজের দীর্ঘদিন ধরে ভিজিএফ কার্ডের অনলাইন আবেদন ও চাঁদা আদায় ঘিরে বিরোধ চলছিল। বুধবার রাতে আজিজ ও বিজয় বাজার এলাকায় অবস্থান করছিলেন। তখন পলাশ ছুরি মারলে আজিজুরের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হত্যাকাণ্ডের পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।