বগুড়া থেকে হাসিন রাইহান সৌমিক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ দেখাচ্ছে। শুক্রবার বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সৌমিকের বাবা তৌফিকুর রহমান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সৌমিক। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিখোঁজের ঘটনায় তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, হাসিন রাইহান সৌমিকের নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।