অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার রাতে দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। ফেরত আসা কিশোর আল আমিন হোসেন (১৬) হবিগঞ্জের সদর থানার কালিগাছতলার মোহাম্মদ আলীর ছেলে। বিজিবি সূত্র জানায়, রবিবার সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আল আমিন। এরপর মঙ্গলবার পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (হিলি) সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
পরে রাত ১০টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে আটক কিশোরকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়।