নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবদুল্লাহ খান পায়েল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের নাভানা ভূইয়া সিটি ভান্ডারীর পুল লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হওয়ার পর পায়েলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। খবর পেয়ে বাবাসহ স্বজনরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।