‘সন অব সর্দার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গানে অজয় দেবগনের অভিনব নাচের ভঙ্গিমা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে। আঙুল নাচানো স্টাইল নিয়ে একের পর এক ট্রল ও মিম তৈরি হচ্ছে। এবার এই বিষয়টিকে হালকাভাবে নিলেন তার স্ত্রী কাজল দেবগনও।
সম্প্রতি ‘মা’ সিনেমার প্রচারণায় গিয়ে কাজলকে স্বামী অজয়ের নাচ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, “আমার মনে হয়, অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ তিনিই একমাত্র ব্যক্তি যিনি আঙুল দিয়ে নাচতে পারেন! আগে যেভাবে হাঁটতাম, চলতাম— সেভাবে গান হতো। এখন তো শুধু আঙুলেই কাজ চলছে। এক, দুই, তিন-চার করে...।”
এদিকে গতকাল শুক্রবার, ‘সন অব সর্দার টু’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজেই নিজের ফিঙ্গার ড্যান্স নিয়ে ট্রলের জবাব দেন অজয় দেবগন। তিনি বলেন, “অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে এটা ভীষণ কঠিন ছিল। কিন্তু আমি সেটা করেও দেখিয়েছি। এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।”
প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’, যার সিক্যুয়াল হিসেবে আসছে ‘সন অব সর্দার টু’। আগের কাহিনি ছিল ভারতের পাঞ্জাব ঘিরে, এবার গল্প ঘুরছে স্কটল্যান্ডে। অজয় দেবগন এই ছবিতে থাকছেন দ্বৈত চরিত্রে। বিজয় কুমার অরোরা পরিচালিত এই ছবিতে আরও রয়েছেন ম্রুণাল ঠাকুর, রবি কিষাণসহ অনেকে। ছবিটি মুক্তি পাচ্ছে ২৫ জুলাই।
বিডি প্রতিদিন/আশিক