গোপালগঞ্জে গতকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন দিয়েছে। একই দিন দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও আটজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর-
গোপালগঞ্জ : সদর উপজেলার সাতপাড় বাস স্ট্যান্ডে দুপুরে বাসের ধাক্কায় সঞ্জীব বিশ্বাস (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর জেরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। কুষ্টিয়া : মিরপুরের যোগীপোল এলাকায় মারা গেছেন আহসান হাবিব তুষার ও রাব্বি। চাঁদপুর : চাঁদপুরে মারা গেছেন সমুদ্র মাল (২৬) ও অটোচালক ইসমাইল।
লক্ষ্মীপুর : কমলনগরে মারা গেছেন রফিকুল ইসলাম রফিক ও ওসমান গণি। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন নসিমন চালক মমিন। নেত্রকোনা : বারহাট্টায় মারা গেছেন মোফাজ্জল হোসেন।