কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের পর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগা এলাকায় এ ঘটনাট ঘটে। শামিরা মনি বজরা ইউনিয়নের চাঁদনি বজরা এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে শামিরা তার মায়ের সাথে উমানন্দ জামের দরগা এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকাল সাড়ে ১১ টায় মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। ওই এলাকায় হঠাৎ দুপুরের দিকে বৃষ্টি শুরু হওয়ায় পরিবারের লোকজন রোদে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। শামিরার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে। পরে দুপুরের পর স্বজনরা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শামিরাকে রদেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম