কুড়িগ্রামে পৃথক স্থানে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই গৃহবধূর। এ ছাড়া কিশোরগঞ্জ ও লালমনিরহাটে বাজ পড়ে মারা গেছেন দুই কৃষক। গতকাল এ বজ্রপাতের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুড়িগ্রাম : চিলমারী ও উলিপুর উপজেলায় গতকাল বজ্রপাতে তাছলিমা আক্তার (২৪) এবং চামেলি রানী (৪০) নামে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। চিলমারীর নিহত তাছলিমা অষ্টমীরচর ইউনিয়নের চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী। উলিপুরের মধুপুর গ্রামে ক্লিনিকের কাছে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে চামেলি রানীর।
কিশোরগঞ্জ : ইটনায় বজ্রপাতে প্রাণ গেছে নিরোধ চন্দ্র দাস (৫৫) নামে এক কৃষকের। উপজেলার দৈলং নয়াহাটি গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিরোধ চন্দ্র ওই গ্রামের বিষ্ণু দয়াল দাসের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির সামনে খলায় ধান সেদ্ধ করছিলেন নিরোধ। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
লালমনিরহাট : পাটগ্রামে ভুট্টা তুলতে গিয়ে গতকাল সকালে বজ্রাঘাতে মারা গেছেন আবদুল করিম (৫৫) নামে এক কৃষক।