সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতার বাসা থেকে গতকাল গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, মেয়েটিকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছেন ওই পরিবারের সদস্যরা। নিহত গৃহকর্মী চম্পা বেগম (১৯) জেলার দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে। বাসার মালিক রেজাউল আলম নিক্কু জেলা আওয়ামী লীগ নেতা ও শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। স্থানীয়রা জানান, গতকাল সকালে বাসার জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী চম্পার লাশ দেখতে পান বাসার মালিকের ছোট ছেলে শুভ। পরে বিষয়টি পরিবার ও পুলিশকে জানানো হয়। চম্পার বাবা বাদশা মিয়া জানান, তিন বছর আগে চম্পা ওই বাড়িতে কাজ করত। তখন প্রায়ই ওই পরিবারের সদস্যরা নির্যাতন করত।
ওসি আবুল কালাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।