দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী। নির্বাচন কমিশন সদস্য ছিলেন অধ্যাপক মো. মশিউর রহমান ও অধ্যাপক মো. নাসির উদ্দিন।
এতে সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট।
ছয় জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোট ৪৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট। অন্যদের মধ্যে মনিরুল ইসলাম লিটন ১৬২, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির ৮৪, দেলোয়ার হোসেন খান নান্নু ১৩ ও সাইদুর রহমান তালুকদার (সাঈদ তালুকদার) পেয়েছেন ৪ ভোট। নির্বাচনে ১ হাজার ৫১১ কাউন্সিলরের মধ্যে ১১৭২ জন ভোট প্রদান করেন।
দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতা-কর্মী বান্ধব নেতৃত্ব বেরিয়ে এসেছে বলে আনন্দিত জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সম্মেলনে প্রধান অতিথী হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম অধিবেশন ১১টায় শুরু করা হয় এবং দুপুরের পর দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।
সর্বশেষ ২০০২ সালে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন আলতাফ হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ছিলেন স্নেহাংশু সরকার কুট্টি।
বিডি প্রতিদিন/জামশেদ