মডেল হাসিন জাহানের সঙ্গে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির বিচ্ছেদ হয়ে গেছে। তবে তাদের এক কন্যা সন্তান আছে। মোহাম্মদ শামির কাছে নিজের ও সন্তানের ভরণপোষণ খরচ চেয়ে আদালতে আবেদন করেন হাসিন জাহান। ওই রায়ে কলকাতার উচ্চ আদালত মাসে শামিকে ৪ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে, আলিপুর জেলা আদালত মাসে ১.৩ লাখ রুপি ভরণপোষণ দেওয়ার আদেশ দিয়েছিল। তবে শামি সেই আদেশে অসন্তুষ্ট হয়ে উচ্চ আদালতে আপিল করেন। শুনানির পর হাইকোর্ট শামির খরচের পরিমাণ বাড়িয়ে দেন। যদিও প্রথমে আলিপুর আদালত শামিকে মাসে ৮০ হাজার রুপি দিতে বলেন। পরে জেলা জজ সেটি বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার রুপি নির্ধারণ করেন। এবার কলকাতা হাইকোর্টের রায়ে তা আরও বাড়ল।
আদালতে হাসিন জাহানের আইনজীবী জানান, তার ক্লায়েন্টের মাসিক আয় মাত্র ১৬ হাজার রুপি, যা ব্যাংকের স্থায়ী আমানত থেকে আসে। এই অর্থে তার ও মেয়ের খরচ চলে না। বিয়ের পর তারা স্বচ্ছল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, যার মাসিক ব্যয় প্রায় ৬ লাখ রুপি।
অন্যদিকে, আদালতে শামির আইনজীবী দাবি করেন, হাসিন একজন সফল মডেল ও অভিনেত্রী। বিজ্ঞাপনচিত্রেও কাজ করেন এবং মাসে অন্তত ৫ লাখ রুপি আয় করেন। এছাড়া ব্যাংক আমানত থেকেও তিনি ভালো অর্থ পান। ফলে অতিরিক্ত ভরণপোষণের দাবি অযৌক্তিক।
রায়ের পর প্রতিক্রিয়ায় হাসিন জাহান বলেন, সাত বছর ধরে নিজের ও সন্তানের অধিকারের জন্য লড়ছি। এর পেছনে অনেক কিছু হারিয়েছি। এমনকি মেয়েকে ভালো স্কুলেও দিতে পারিনি। এই রায়ের মাধ্যমে বিচার পেলাম, আদালতের প্রতি কৃতজ্ঞ।
যদিও এই রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মোহাম্মদ শামির। উল্লেখ্য, শামি ও হাসিন জাহানের বিয়ে হয় ২০১৪ সালে। কিন্তু ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ‘প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট–২০০৫’ অনুযায়ী আদালতে মামলা করেন হাসিন জাহান।
বিডি-প্রতিদিন/শআ