ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি দেশটির বিরুদ্ধে আরেকটি আগ্রাসন চালায়, তাহলে তাদের মুখে আরও কঠোর থাপ্পড় দেয়া হবে।
লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেন, গত মাসের ইসরায়েলি-মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করেনি।
ইরানের এই নেতা আরও বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েল ব্যাপক পরাজয়ের সম্মুখীন হয়েছে। আমরা সতর্ক করে দিচ্ছি যে, যদি তারা এই ধরনের কোনও ভুল পুনরাবৃত্তি করে, তাহলে ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে তাদের মুখে আরও কড়া থাপ্পড় মারা হবে।
মুসাভি আরও উল্লেখ করেছেন, ইসরায়েলিরা এবং তাদের সমর্থকরা ইসলামী প্রজাতন্ত্রের ওপর আঘাত হানার জন্য বছরের পর বছর ধরে তাদের শক্তি সংগ্রহ করে আসছে। তিনি উল্লেখ করেছেন, ইরানের শত্রুরা পারমাণবিক ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং দেশকে বিভক্ত করতে চাইছে।
১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় আগ্রাসন শুরু করে যার ফলে অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়। ইরানও ইসরায়েলজুড়ে পাল্টা হামলা চালায়।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল