আজ ভয়াল ১৩ মে। টাঙ্গাইলের পাঁচ উপজেলার মানুষের কাছে শোক ও আতঙ্কের দিন। ১৯৯৬ সালের এ দিনে গোপালপুর, কালিহাতী, বাসাইল, ঘাটাইল ও সখীপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যায় ২-৩ মিনিটের ভয়াবহ টর্নেডো। এতে ৫২৩ জন নারী-পুরুষ নিহত এবং ৩০ হাজার আহত হন। বিধ্বস্ত হয় ৮৫ হাজার ঘরবাড়ি, ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৭টি মসজিদ এবং ১৪টি মন্দির। সে দিনের কথা মনে হলে এখনো আঁতকে ওঠেন হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সেদিন বিকালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মুহূর্তের মধ্যে ৪০টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। উড়ে যায় অনেকের ঘরের চালা। অনেকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় বিভিন্ন কৃষি জমি, জঙ্গল, পুকুর-ডোবা থেকে।
টর্নেডোয় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর দোয়া ও মিলাদ মাহফিল, কাঙালিভোজ, প্রার্থনা এবং সভা আয়োজন করা হয়। এ বছরও বাসাইলের মিরিকপুর, কালিহাতীর রামপুর, গোপালপুরের আলমনগর গ্রামে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।