কোটালীপাড়ায় ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক সাইফুদ্দিন কাজলের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষোভের সময় বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষক মারধরের শিকার হয়েছেন জানা গেছে। উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে গতকাল এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টায় অ্যাসেম্বলিতে অংশ নেয়। শেষে ক্লাসে না গিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজলের পদত্যাগ ও বিচার দাবিতে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে মিছিল নিয়ে রাধাগঞ্জ-কুশলা সড়কে অবস্থান নেয়। তখন ওই পথে প্রধান শিক্ষক নাসিরউদ্দিন বিদ্যালয়ে আসছিলেন। তার ওপর চড়াও হন এলাকাবাসী। উপজেলা সহকারী কমিশনার মাসুম বিল্লাহ ও থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা তাদের সামনে নানা স্লোগান দিতে থাকে। সহকারী কমিশনার দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা ক্লাসে ফেরে।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের ভাই বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল বিভিন্ন শ্রেণির ছাত্রীদের কুপ্রস্তাব দিয়ে আসছেন। এ ঘটনা জানাজানি হলেও প্রধান শিক্ষকের প্রভাবে কেউ মুখ খুলতে সাহস পায়নি। গত সোমবার রাতে দশম শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিলে সে কৌশলে কল রেকর্ড করে অভিভাবকদের জানায়। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক এবং অভিযুক্ত সহকারী শিক্ষকের মোবাইল ফোনে কল দিলে দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দুই কার্য দিবসের মধ্যে। কোটালীপাড়ার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের পরিবেশ বর্তমানে শান্ত। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।