যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষকদল সভাপতি তরিকুল ইসলাম হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আসামিদের গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- কেশবপুরের সারুটিয়া গ্রামের মেহাজান গাজীর ছেলে মিন্টু গাজী (৩৬), মণিরামপুরের নেহালপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে হাসানুর রহমান (৪০), অভয়নগরের নেছার আলীর ছেলে বিল্লাল, জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫) ও সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)।
২২ মে সন্ধ্যায় অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামে নওয়াপাড়া পৌর কৃষকদল সভাপতি তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।