কুষ্টিয়ায় খোলাবাজারে বিক্রয় (ওএমএস) ডিলারশিপ নির্বাচন নিয়ে ডিসি অফিসে হট্টগোল হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি চলাকালে হইচই-হট্টগোল শুরু হলে কার্যক্রম বন্ধ ঘোষণা করে সভাস্থল ত্যাগ করেন ডিসি। বেলা ১১টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, ডিলারশিপের আবেদনকারী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জানা যায়, ২১টি ওয়ার্ডে ২১৮ জন ডিলারশিপের জন্য আবেদন করেন। একাধিক সংস্থার সমন্বয়ে যাচাই-বাছাইয়ের পরে ১০১ জনের আবেদন বাতিল করা হয়। বাকিরা লটারির জন্য মনোনীত হন।
জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনীত প্রত্যেককে আগের দিন ফোন কল এবং এসএমএসের মাধ্যমে লটারির সময় ও স্থান জানিয়ে দেয়। নির্ধারিত সময় গতকাল বেলা ১১টায় শুরু হয় লটারি কার্যক্রম। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, স্বচ্ছতার সঙ্গে নিয়মানুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন চলছিল। লটারির সময় এমন হট্টগোল অনাকাক্সিক্ষত এবং কোনোভাবেই কাম্য নয়।বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।