জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে নওগাঁয় অনুষ্ঠিত হলো এক প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথনের আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে প্রতীকী ম্যারাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কলেজ শিক্ষার্থী জান্নাত আরা রুমি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের স্মরণে আয়োজিত এই ম্যারাথনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও হোক—এটাই আমাদের প্রত্যাশা।"
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, "জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছি। সকালের প্রকৃতিতে মানুষ জাগরণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এতে অংশগ্রহণ করেছেন।"
তিনি আরও বলেন, "নিজেদের তাগিদ থেকেই জুলাইয়ে সাহসী ভূমিকা রেখেছিল এই দেশের মানুষ। সেই যুদ্ধে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের সম্মানে আমাদের আগামীর পথ চলতে হবে।"
বিডি প্রতিদিন/আশিক