মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে। গতকাল সকালে মাগুরা ও ফরিদপুরের তিন চিকিৎসক সাক্ষ্য দিয়েছেন। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা। এনিয়ে চার দিনে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী রোকেয়া বেগমকে আদালতে আনা হয়। ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, আগামী ৪ মে মামলার বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।