লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু-১ এ টোল দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও সঙ্গে থাকা ১৫ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি গতকাল নিশ্চিত করেছে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মাহফুজার রহমান রাজু। তিনি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের আবদুস সামাদের ছেলে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এজাহারে রাজু উল্লেখ করেন, তিস্তা সড়ক সেতু-১ সংলগ্ন তিস্তা পার্কের পরিচালক তিনি।
২৩ এপ্রিল রাতে পার্কে কাজে ফজলুর রহমান নামে একজনকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগে আলু বিক্রির ১৫ লাখ ১০ হাজার ৫৫০ টাকা ছিল। মোটরসাইকেল টোলপ্লাজা এলাকার পশ্চিম পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় টোলপ্লাজার কর্মচারী শরিফ আতাউল্লাহ গতিরোধ করে টোল দাবি করেন। ব্রিজ পার হওয়ার আগেই টোল দিতে অস্বীকৃতি জানান রাজু। এরপর আসামিরা তার ওপর চড়াও হন। প্রতিবাদ করলে রাজুর পরনের গেঞ্জির কলার ধরে নামান এবং মারধর করেন। ফজলুরকেও মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। সঙ্গে টাকা টাকার ব্যাগটিও ছিনিয়ে নেন।