সৌদি বাদশা সালমান ত্রাণ ও মানবিক কেন্দ্রের অর্থায়নে পবিত্র রমজান উপলক্ষে বগুড়ায় ৭ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়েছে। গতকাল শহরের খান্দার ফুটবল স্টেডিয়ামে মাঠে সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আয়োজনে এগুলো বিতরণ করা হয়। বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়ক সাংবাদিক কালাম আজাদ। রাশেদুজ্জামান পিয়াসের পরিচালনায় উপস্থিত ছিলেন- জামিলুর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ। প্রতি পরিবার ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, সয়াবিন ৩ লিটার, চিনি ৩ কেজি ও ১ কেজি করে লবণ পেয়েছে।