ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। সোমবার (২৬ মে) ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে আয়োজিত মিছিলের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আল-জাজিরা। এ সময় তারা মুসলিম কোয়ার্টারে উত্তেজনাকর স্লোগান দেয় এবং স্থানীয় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় দুই হাজার ইসরায়েলি ওই এলাকায় প্রবেশ করে। তাদের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ও কট্টরপন্থী নেতা ইতামার বেন-গভির। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে মসজিদ এলাকায় প্রার্থনা করতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায় ইসরায়েলি পার্লামেন্ট সদস্য ইৎজাক ক্রুজার ও মন্ত্রী ইৎজাক ভাসেরলফকে। বেন-গভির জানান, তিনি গাজা যুদ্ধ জয়ের প্রার্থনা করেছেন এবং হামাসের হাতে আটকদের মুক্তির কামনা করেছেন।
ইসরায়েলি মিছিলকারীরা মুসলিম কোয়ার্টার অতিক্রমকালে ‘আরব নিপাত যাক’ ও ‘তোদের বসতি জ্বলুক’— এ ধরণের উস্কানিমূলক স্লোগান দেয়। অংশগ্রহণকারীদের বেশিরভাগই দখলীকৃত জেরুজালেম ও পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারী।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করলেও ইসরায়েল আন্তর্জাতিক চাপে মুসলিম ধর্মীয় স্থানগুলোর প্রশাসন মুসলিম কর্তৃপক্ষের অধীনে রাখার প্রতিশ্রুতি দেয়। এই চুক্তি অনুযায়ী, আল-আকসা চত্বরে মুসলিমদের প্রার্থনা অনুমোদিত, অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ সীমিত এবং প্রার্থনা নিষিদ্ধ।
আন্তর্জাতিক আইনে জর্ডানের ইসলামিক ওয়াকফ কাউন্সিল এই চত্বরের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলি সুপ্রিম কোর্টও সেখানে ইহুদি প্রার্থনা নিষিদ্ধ করেছে। জাতিসংঘসহ অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে।
গতকাল সোমবার মিছিল থেকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA-র সদর দপ্তরে হামলার অভিযোগও উঠেছে। UNRWA-র এক কর্মকর্তা জানান, ইসরায়েলি বিক্ষোভকারীরা পুলিশি উপস্থিতির মাঝেই কম্পাউন্ডে ঢুকে পড়ে। তাদের মধ্যে ছিলেন পার্লামেন্ট সদস্য ইউলিয়া মালিনভস্কি, যিনি UNRWA নিষিদ্ধে সক্রিয় ভূমিকা রাখছেন।
সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, কিছু ইসরায়েলি কিশোর পতাকা হাতে ফিলিস্তিনি দোকানিদের হয়রানি করছে। ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ। যদিও কর্তৃপক্ষ দাবি করেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন ছিল।
এই ঘটনা আবারও আল-আকসা চত্বরের পবিত্রতা এবং ফিলিস্তিনি অধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ