কক্সবাজারের মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারি হত্যা মামলার আসামি নাছির উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী এলাকায় সোমবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তিনি। আসামির কাছ থেকে দেশি তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) জব্দ করা হয়েছে। নাছির উদ্দীন পূর্ব কাঁঠালতলীর গোলাম কুদ্দুসের ছেলে। ওসি মঞ্জরুল হক জানান, নাছিরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।