মুন্সিগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির (প্রভাতী ও দিবা শাখা) শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। এতে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি (স্কুল শাখা) মো. হোসেন লিটন, শিক্ষক প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন অভি এবং সাংবাদিক মোহাম্মদ জসিম উদ্দিন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), মোক্তাদীর, অ্যাডভোকেট সালমা রহমান প্রমুখ।
প্রতিষ্ঠানের একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিন বাহার সঞ্চালিত সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, পঠন-পাঠনের মান, শৃঙ্খলা এবং অভিভাবকদের দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারী অভিভাবকরা শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং স্কুল কর্তৃপক্ষ তা গুরুত্বসহকারে গ্রহণের আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/আশিক