রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর হাটে আধিপত্য বিস্তার নিয়ে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতরা হলেন- কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা (৪৮), কদম আলী (৩৫) ও বাচ্চু মিয়া (৩০)। তাদের মধ্যে কদম আলী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা গেছেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দির ওসি জামাল উদ্দীন। কদম আলী চর কুলটিয়ার লোকমান মণ্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দীন বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। কদম আলীর পরিবার জানিয়েছে তারা মামলা করবেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চায় কালুখালীর বেদবাড়িয়া গ্রামের শিমুল। এতে ব্যর্থ হন তিনি। হাটের দখল নেন আরজুলসহ কদম আলীর পক্ষে। গত রোজার ঈদের সময় শিমুল হাটে এলে আরজুলসহ কয়েকজন তাকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে শিমুল এলাকায় ফেরেন। রবিবার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী, বাচ্চু অবস্থান করছেন জানতে পেরে ২০-২৫টি মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা কদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন।