বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। অথচ এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি। সাড়ে নয় মাস অতিবাহিত হলো, এখনো কেন নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে সদুত্তর পাই না?’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ বি এম ফারুক।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘নির্বাচনের কথা বললে একটা পক্ষ আমাদের আপনার প্রতিদ্বন্দ্বী করে। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না, হতে চাই না। আমরা আপনার সমালোচনাও করতে চাই না। কিন্তু জনগণ এখন আপনার সমালোচনা শুরু করেছে।’ তিনি জানতে চান-‘এ নয় মাসে আপনি দেশের কী উন্নয়ন করেছেন? মানুষের দাবিদাওয়া পূরণ করতে পেরেছেন? শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে কোনো উন্নয়ন করেছেন? পারেন নাই বলেই এখন জনগণ নির্বাচন চাচ্ছে।’ নবগঠিত দল এনসিপির নাম না করে তিনি বলেন, ‘যে দলের নিবন্ধন নাই, যাদের রাজনীতি ঢাকাকেন্দ্রিক, সেই দলের কথা শুনে যদি আপনি নির্বাচন পেছান, তাহলে এর দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আমরা আপনার কাছে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যারা সংসদে যাবে, পল্লী বিদ্যুৎ, সচিবালয়, বন্দরসহ সবকিছু নিয়ে তারা কথা বলবে ও সমাধান করবে।’