পটুয়াখালীর কলাপাড়ায় প্রবাহমান খালে স্থাপনা নির্মাণের অপরাধে মো. মিলন হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন সাদেক।
তিনি জানান, প্রবাহমান খালে স্থাপনা নির্মাণের অপরাধে তাকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া স্থাপনা সরিয়ে খালের পূর্বের প্রবাহ ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/নাজিম