লাহোরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। খরচ কমানোর লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
পিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানায়, বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে রেভিনিউ কম আসবে বলে অনুমান করছে বোর্ড। ফলে খরচ বাঁচানোর উদ্দেশ্যেই ডিআরএস প্রযুক্তি ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, ডিআরএস পরিচালনার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল টিম না থাকাও আরেকটি বড় কারণ বলে জানানো হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৯টায়। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে ও ১ জুন, সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ থেকে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাংলাদেশ দল এই সিরিজে নেই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও উদীয়মান পেসার নাহিদ রানা। ব্যক্তিগত কারণে নাহিদ পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন। এছাড়া বিসিবির দুইজন কোচিং স্টাফও দলের সঙ্গে পাকিস্তানে যাননি।
বিডি প্রতিদিন/মুসা