শেরপুর সদরের সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে পুলিশ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে। শেরপুরের চরাঞ্চলে থাকা নিজের জমি বিক্রির দলিল করে দিতে তারা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসেছিলেন। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, সস্ত্রীক সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এসেছেন- এ খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা সাব-রেজিস্ট্রারের কার্যালয় ঘেরাও করে তাদের আটকে রেখে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানাতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করে তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। রেজাউল করিম হীরা ২০০৯-২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।
এ ছাড়া আওয়ামী লীগের হয়ে ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে শেরপুর সদর আসনের পাশে জামালপুর-সদর আসনের সংসদ সদস্য ছিলেন।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দেশের কোথাও মামলা আছে কি না পুলিশ খোঁজ নিচ্ছে।