বরগুনার বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেসার উদ্দিন খানকে চাঁদাবাজি মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। বরগুনা দ্রুত বিচার আদালতের বিচারক এস এম শরিয়াতুল্লাহ গতকাল এ আদেশ দেন। বেতাগী বাস স্ট্যান্ডের ব্যবসায়ী খোকন হালদারের কাছে নেসার উদ্দিন ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় খোকন মামলা করেন বরগুনা দ্রুত বিচার আদালতে। তিনি গতকাল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
এ ঘটনায় খোকন মামলা করেন বরগুনা দ্রুত বিচার আদালতে। এ মামলায় তিনি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।