চুয়াডাঙ্গার দামুড়হুদায় একই রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের জনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান ও আনোয়ার হোসেনের বাড়িতে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাত দল বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে। দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় ১০০ গজ দূরে পিচঢালা রাস্তার ওপর থেকে স্কচটেপে মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
গৃহকর্তা আতিয়ার রহমান জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢোকে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা ৫২ হাজার টাকা লুট করে। পরে তাকে জিম্মি করে আনোয়ার হোসেনের ঘরের দরজায় কড়া নাড়ায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাকাতরা ঘর ঢুকে। নগদ ৩০ হাজার টাকা ও সোনার কানের দুল লুট নেয় তারা।