স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় যাই হোক, তা কার্যকর হবে এবং জনগণ সেটি মেনে নেবে। গতকাল দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও পুলিশ কমিশনার মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর করতে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ওপর নির্ভরশীল নয়।
এখানে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় স্টেকহোল্ডার জনগণও আছে। জনগণ যখন নির্বাচনের দিকে ঝুঁকে পড়ে, তখন নির্বাচন ঠেকানো যায় না। ইতোমধ্যে পোস্টারিং শুরু হয়েছে। এটিও ইতিবাচক সংকেত। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, খুব ভালো বলব না, আবার খারাপও বলব না। সন্তোষজনক বলা যায়। বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা নিজেরাই বিষয়টি সমাধানের চেষ্টা করছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি আশা করি উভয় পক্ষ আলোচনায় বসে সমাধানে পৌঁছাবে। পিঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে তিনি জানান, কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা হয়েছে কিন্তু সেটা সফল হবে না। সামার অনিয়ন কয়েক দিনের মধ্যেই বাজারে উঠতে শুরু করবে। আশ্চর্যজনকভাবে প্রায় দুই হাজার ব্যক্তি পিঁয়াজ আমদানির জন্য আবেদন করেছে। প্রযুক্তির কারণে এবার কৃষকরা পুরো পিঁয়াজ বাজারে ছাড়েনি, মজুত রয়েছে, তাই দাম সহনীয় থাকবে।