জাপান-বাংলাদেশি উদ্যোগ রিভাইভাল গ্রুপ দীর্ঘদিন বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন লিজ নিয়ে পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। এতে ২৫ হাজারের বেশি শ্রমিকের কর্মসংস্থান ফিরে আসবে। যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় পুনরুদ্ধার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রথম ধাপে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোমিলি, পর্যায়ক্রমে ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।
রিভাইভাল জানিয়েছে, তারা পূর্বের ব্যবস্থাপনা দল ও সব কর্মীকে পুনর্বহাল করবে এবং জাপান থেকে বিশেষজ্ঞ এনে উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
স্বচ্ছতা রক্ষায় একটি বিগ ফোর অডিট ফার্ম নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন এবং দেশে একটি পূর্ণাঙ্গ ডিজাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিভাইভাল বেক্সিমকো জনতা ব্যাংকের ত্রিপক্ষীয় চুক্তির খসড়া ইতোমধ্যে জমা পড়েছে। এই মাসেই চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে এবং আগামী মাস থেকে উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রিভাইভাল আশা করছে, ২০২৭ সালের মধ্যে বছরে ৫০০ কোটি টাকা মুনাফা অর্জন সম্ভব হবে।