নেত্রকোনার কেন্দুয়ায় ধানকাটার হারভেস্টার মেশিনে কাটা পড়ে হোসাইন মিয়া (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন মিয়া গাড়াদিয়া গ্রামের বুলবুল মিয়ার ছেলে।
পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এলাকার মাঠে ফুটবল খেলা দেখতে যায় হুসাইন মিয়া। খেলা শেষে হুসাইন মাঠের পাশে হারভেস্টার মেশিনে ধান কাটা দেখতে যায়। এ সময় হঠ্যাৎ সে ধানের জমিতে পড়ে গেলে হারভেস্টার মেশিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আশফাক