সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ৯৪ বছর বয়সে ২০২৪ সালের এই দিনে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ বেশ কিছু কর্মসূচি নিয়েছে। মরহুমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মজিদপুর দয়াহাটাতে খতমে কুরআন, আলোচনা সভা এবং দরিদ্র ও এতিম মাদরাসাছাত্রদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে পরিবারের সদস্যসহ বিকল্পধারার নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে বদরুদ্দোজা চৌধুরী রাজনীতি শুরু করেন। ১৯৭৯ সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন।
বিটিভিতে তাঁর ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। মুন্সিগঞ্জ-১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরপর ওই বছরের ১৪ নভেম্বর বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী ‘বিকল্পধারা বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।
রাজনীতি ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন তিনি। শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশন পুরস্কার পেয়েছেন।