বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমরা দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও প্রতিহিংসার রাজনীতির অবসান চাই। ওমর-ই সাম্যবাদের আলোকে শোষণমুক্ত, বৈষম্যহীন, ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ লেবার পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। সৎ, যোগ্য ও সাহসীদের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে আমরা নতুন বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই। ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে দলীয় ‘আনারস’ প্রতীকসহ নিবন্ধন সার্টিফিকেট লাভ করায় গতকাল এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ডা. ইরান বলেন, এ অর্জন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক মাইলফলক। নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ লেবার পার্টি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে আগামীতে আরও শক্তিশালীভাবে দেশের রাজনীতিতে ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। এ সাফল্যের পেছনে যারা নিরলস শ্রম, ত্যাগ ও পরিশ্রম করেছেন, দলীয় অফিস পরিচালনা, দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান, প্রশাসনিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।