প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী অসচ্ছলদের মাঝে ‘১ টাকায় পূজার বাজার’ বিতরণ করেছে ‘শাশ্বত ৯২ বন্ধু ফোরাম’। গতকাল শনিবার সিলেট নগরীর বালুচরে ‘ওরাঁও’ সম্প্রদায়ের লোকজনের মধ্যে এক টাকায় পূজার প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়। মাত্র ১ টাকা প্রতীকী মূল্যে তাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি, ধুতি, পাঞ্জাবি, থ্রি-পিস, শার্ট-প্যান্ট, শিশুদের কাপড়, পূজার পোশাক ও সামগ্রী। পাশাপাশি খুদে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির।
আয়োজকরা বলেন, ওরাঁও সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলো যাতে পূজার আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্যই এই উদ্যোগ। শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ানো এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।’ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।