বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারের পতনের পর মানুষ তার পছন্দের প্রার্থী, মার্কা এবং দলের পক্ষে ভোট দিতে চায়। কিন্তু লক্ষণীয় বিষয়, সরকার তার এক বছরের অধিককাল এই দায়িত্বটি এখনো পালন করতে পারেনি। আবার কোনো কোনো মহল নানান বক্তব্য এবং কর্মসূচি দিয়ে সেটি (তাদের দাবি দাওয়া) আগে সম্পূর্ণ করতে হবে, এই দাবি দিয়ে নির্বাচনের বিরোধিতা করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।