রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে তাহসিন খান, জিএস পদে রাজন আল আহমেদ ও এজিএস পদে মাহায়ের ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক শীত কুমার ওরাং, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অমিত তাঞ্চঙ্গা ও সহসম্পাদক লাদেন, মহিলা বিষয়ক সম্পাদক সামসাদ জাহান ও সহকারী সম্পাদক নাদিয়া হক মিথি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সারওয়ার জাহান নাহিদ, সহমিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনান হাওলাদার, সহসম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি শরিফুল ইসলাম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক গোপাল রায় এবং সহকারী সম্পাদক রাফী সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল এবং সহকারী সম্পাদক এস এম রিজন। নির্বাহী সদস্য-১ ফেরদৌস শারিফ, নির্বাহী সদস্য-২ ইমাম হোসেন, নির্বাহী সদস্য-৩ হাফিজ ও নির্বাহী সদস্য-৪ আবদুল্লাহ আল মুয়াজ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে তাহসিন খান, মাহায়ের ইসলাম ও গোপাল রায় লড়বেন।
ভিপি পদপ্রার্থী তাহসিন খান বলেন, আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি সৃজনশীল চিন্তার বিকাশ ও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সর্বাত্মকভাবে কাজ করব।