সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীসহ ১ হাজার ২৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৭ জন এবং অন্যান্য ঘটনায় ৪৬৬ জন রয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে চারটি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলিসহ নানান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন। জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী রয়েছেন।
ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি।
সিআইডির এসপি (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রাজধানীর গেন্ডারিয়া থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে গ্রেপ্তার করেছে সিআইডি।