জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, মব ভায়োলেন্স করে জাপার অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, ইতিপূর্বে ৫ আগস্টের পর তারা দুবার জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে। কিন্তু শুক্রবার দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনী বারবার তাদের সতর্ক করে মব সৃষ্টি না করার জন্য অনুরোধ করা সত্ত্বেও একপর্যায়ে তারা জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টায় দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর ওপর হামলা করে।
পরবর্তীতে জাতীয় পার্টির কার্যালয় ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কঠোর হতে বাধ্য হয়। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে মব সৃষ্টিকারী ও লুটপাটকারীদের দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনী ছত্রভঙ্গ করে দেওয়ার পর কতিপয় সুবিধাবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীদের পক্ষে মায়াকান্না শুরু করেছে। তাদের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে মব সৃষ্টিকারীদের রক্ষায় যারা তৎপর তারা বর্তমান সরকারের অংশ। জানতে পেরেছি সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তা ও সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর বিরুদ্ধে কতিপয় দেশবিরোধী চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় পার্টি এ ধরনের চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে।