বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালোমেঘে ছেয়ে যাবে। অহেতুক গণভোট নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীচরে সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করে দেয়া ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান শেষে এ কথা বলেন তিনি। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে “কিডনি বিক্রি করে চিকিৎসার জন্য বিজ্ঞাপন” এর একটি প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন- হুমায়রা জাহান হুমাশা’র পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।
রিজভী বলেন, গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। আর গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরও বলেন, একজন বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনী বিক্রি করেছেন এমন খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়াতে এসেছি। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করবো। এই দেশে যাতে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়।
বিডি প্রতিদিন/আরাফাত