আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় চার্চের দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন এক পর্যায়ে পৌঁছেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এক বিশপসহ ছয়জন ধর্মযাজককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আরাগাটসোটন ডায়োসিসের প্রধান বিশপ এমক্রতিচ প্রোশ্যন। তাঁর আইনজীবী আরা জোগরাবিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, তিনি এখনো তাঁর মক্কেলসহ অন্য আটক ব্যক্তিদের অবস্থান জানতে পারছেন না।
দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, ছয় ধর্মযাজকের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
আর্মেনিয়ার মানবাধিকার রক্ষাকারী দপ্তরের প্রধান আনাহিত মানাসিয়ান জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই করতে একটি জরুরি তদন্ত দল পাঠানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাশিনিয়ান সরকারের সঙ্গে আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠেছে। সরকার চার্চের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলছে। অন্যদিকে, চার্চের দাবি— প্রধানমন্ত্রী পাশিনিয়ান সচেতনভাবে জাতীয় এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে দুর্বল করার চেষ্টা করছেন।
এর আগে চলতি মাসের শুরুতে আর্চবিশপ মিখাইল আজাপাহিয়ানকে ‘অভ্যুত্থান উসকে দেওয়ার’ অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।
সর্বশেষ গ্রেপ্তার হওয়া বিশপ এমক্রতিচ প্রোশ্যন হলেন আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান দ্বিতীয় ক্যাথলিকোস কারেকিনের ভাতিজা। ফলে এই গ্রেপ্তারকে চার্চের ভেতরে গভীর সংকটের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/আশিক